Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Distribution of agricultural inputs to small and marginal farmers for growth of winter onion crops during Kharif-II season in 2024-25 financial year.
Details

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্ম কালিন পেয়াঁজ বীজ-১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, পলিনেট ও বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে জমির উপযোগিতার উপর ভিত্তি করে পৌরসভায় ১০, রুপকারী ইউনিয়নে ১০, খেদারমারা ইউনিয়নে ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান,  কৃষি সম্পাসারণ অফিসার জনাব সিদ্বার্থ রায়, জনাব মোঃ আহসান হাবীব সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষককে নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। 

Images
Attachments
Publish Date
19/09/2024
Archieve Date
31/10/2025